জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০২ ফেব্রুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘সাব-রেজিস্ট্রার পদে পরীক্ষার প্রশ্ন ও সমাধান’ নিয়ে জাগো জবসের ৩য় পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায়? উত্তর : নেপালে।২. প্রশ্ন : ‘ব্রজবুলি’ ভাষার স্রষ্টা কে?উত্তর : বিদ্যাপতি।৩. প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কবে?উত্তর : ১৮০১ সালে।৪. প্রশ্ন : ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ উক্তিটি কোন কাব্যের অন্তর্গত?উত্তর : অন্নদামঙ্গল কাব্যের।৫. প্রশ্ন : বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান কী?উত্তর : রোমান্টিক প্রণয়োপাখ্যান।৬. প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যেটি?উত্তর : নিষিদ্ধ লোবান।৭. প্রশ্ন : ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা?উত্তর : গল্প।৮. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?উত্তর : অগ্নিবীণা।৯. প্রশ্ন : ‘আটকপালে’ বাগধারার অর্থ কী?উত্তর : হতভাগ্য।১০. প্রশ্ন : ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার রচনা?উত্তর : রঙ্গলাল।১১. প্রশ্ন : Which of the following is correct?উত্তর : He speaks neither English nor French.১২. প্রশ্ন : Fill in the blank with the correct choice: ‘How much did you --- the book?’উত্তর : pay for.১৩. প্রশ্ন : Another word for ‘prejudice’ is-উত্তর : bigotry.১৪. প্রশ্ন : A review of the patient’s eating habits showed that her diet was --- in vitamin B.উত্তর : lacking.১৫. প্রশ্ন : The bus is the --- expensive way to get around.উত্তর : least.১৬. প্রশ্ন : Which one is the subject in the sentence? ‘To defrost this fridge takes ages.’উত্তর : To defrost this fridge.১৭. প্রশ্ন : We must buy the tickets (next week). here next week is-উত্তর : adverbial.১৮. প্রশ্ন : The expression ‘He is all but ruined.’ means---উত্তর : He is nearly ruined.১৯. প্রশ্ন : The phrase ‘To embrace a habit’ means---উত্তর : To eagerly engage in it.২০. প্রশ্ন : Kim was written by---উত্তরঃ : Kipling.এসইউ/পিআর

Advertisement