আইন-আদালত

ননী ও তাহেরের বিরুদ্ধে রায় পড়া শুরু

একাত্তরে সংঘটিত মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার মো. ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীর বিরুদ্ধে করা মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে রায় পাঠ শুরু করেন।রায়ের প্রথম অংশ পাঠ করছেন সদস্য বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ারদী। রায়ের দ্বিতীয় অংশ পাঠ করবেন অন্য সদস্য বিচারপতি মো.শাহিনুর ইসলাম। সর্বশেষে রায়ের মূল অংশ ও দণ্ড ঘোষণা করবেন চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হক।রায় ঘোষণার জন্য মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মঙ্গলবারের কার্যতালিকায় ছিল। দুই জনের বিরুদ্ধে ২ শত ৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের সার সংক্ষেপ (সংক্ষিপ্ত) অংশ টুকু পাঠ করার হবে বলে জানায় ট্রাইব্যুনাল।এর আগে ১০টা ৩০ মিনিটের দিকে আদালতে কাঠ গড়ায় উঠানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে তাহের ও ননীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয়। রায় ঘোষণা শুরুর ৫ মিনিট আগে তাদেরকে হাজতখানা থেকে ট্রাইব্যুনালের আসামির কাঠগড়ায় তোলা হয়। মঙ্গলবার ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা শুরু করেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু ও তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও সিনিয়র কর্মকর্তা সানাউল হক উপস্থিত রয়েছেন।রাষ্ট্রপক্ষে মামলার প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও  দুই আসামির আত্মীয় স্বজন উপস্থিত রয়েছেন।এফএইচ/আরএস/পিআর

Advertisement