ফর্মে থাকা ওপেনিং ব্যাটসম্যান লফটি এটনকে ফেরানোর পর জেন গ্রিনকে রান আউটের ফাঁদে ফেলে শুরুতেই নামিবিয়াকে চেপে ধরেছে বাংলাদেশের যুবারা। ওভার থ্রো থেকে রান নিতে গিয়ে উইকেটরক্ষক জাকির হোসেনের সরাসরি থ্রোতে আউট হন গ্রিন।এর আগে সাইফুদ্দিনের বলে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন লফটি-এটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নামিবিয়া যুবাদের সংগ্রহ ৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩ রান। ৪ রান নিয়ে ব্যাট করছেন নিক ড্যাভিন। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে নেমেছেন লোহান লরেন্স। মঙ্গলবার সকালে টস জিতে নামিবিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালের মোকাবেলায় শক্তিশালী ভারতকে এড়াতে হলে জয়ের বিকল্প নেই ক্ষুদে টাইগারদের।আরটি/এআরএস/পিআর
Advertisement