খেলাধুলা

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে কোহলি

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ জয়ের সঙ্গে সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিল ভারতীয় দল। এবার টি-টোয়েন্টি প্লেয়ারস র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে নিলেন বিরাট কোহলি।অ্যারন ফিঞ্চকে পেছনে ফেলে এই সিরিজেই বাজিমাত বিরাটের। সিরিজের সেরাও হয়েছেন তিনি। তিন ম্যাচেই তার ব্যাট থেকে এসেছে হাফ সেঞ্চুরি, মোট রান ১৯৯। প্রথম ম্যাচে অপরাজিত ৯০ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও অপরাজিত ৫৯।শেষ ম্যাচে ৫০ রান এসেছিল তার ব্যাট থেকে। ৪৭ রেটিং পয়েন্ট বেশি নিয়ে ফিঞ্চকে টপকে গেলেন তিনি। একদিনের র‌্যাঙ্কিংয়েও দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট। টি-টোয়েন্টিতে এই মুহূর্তে তার রেটিং পয়েন্ট ৮৯২।ভারতের সুরেশ রায়না তিন ধাপ উঠে ১৩ নম্বরে ও চারধাপ উঠে রোহিত শর্মা ১৬ নম্বরে। বোলিংয়ে নির্বাসিত হওয়া স্বত্ত্বেও টি২০তে একনম্বর স্থান ধরে রাখলেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। বোলিং অ্যাকশনের জন্য নির্বাসিত হয়েছেন তিনি।বিএ

Advertisement