খেলাধুলা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবাহনী ছাড়ার ঘোষণা বাদশার

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবাহনী ছাড়ার ঘোষণা বাদশার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার অনেক আগেই নতুন মৌসুমের জন্য নিজের ঠিকানা খুঁজে নিয়েছেন ফুটবলাররা। কাগজ-কলমে দল বদল না হলেও নতুন মৌসুমের জন্য বড় কয়েকটি ক্লাব এরই মধ্যে দল গুছিয়ে নিয়েছে।

Advertisement

গত চারটি মৌসুমের মতো এবারও সবচেয়ে শক্তিশালী দল গঠন করতে যাচ্ছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া বসুন্ধরা কিংস। দেশীয় খেলোয়াড় দিয়ে এবারও দলটি তাদের একাদশ ও রিজার্ভ বেঞ্চ শক্ত করছে।

আগেই গুঞ্জন ছিল দীর্ঘদিন আবাহনীর রক্ষণে সার্ভিস দেওয়া টুটুল হোসেন বাদশা এবার জার্সি বদল করতে যাচ্ছেন এবং তার নতুন ঠিকানা হতে যাচ্ছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া বসুন্ধরা কিংস।

তারপরও সবার কৌতুহল ছিল, শেষ পর্যন্ত কি আবাহনী ছাড়ছেন টুটুল হোসেন বাদশা? বাদশা নিজেই সেই কৌতুহল মিটিয়েছেন নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে।

Advertisement

আবাহনী ছেড়ে বসুন্ধরা কিংসে যাওয়ার ঘোষণা দিয়ে টুটুল হোসেন বাদশা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৬ দলের হয়ে প্রথম আবাহনীতে নাম লিখিয়েছিলাম ২০১২ সালে। ২০১৩-১৪ মৌসুমে আবার প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল। সর্বশেষ লিগ পর্যন্ত আমি টানা আবাহনীতে ছিলাম। আমি পরবর্তী মৌসুমে বসুন্ধরা কিংসে যোগদান করতে যাচ্ছি। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে যেন আরও ভালো কিছু করতে পারি।’

টুটুল হোসেন বাদশ দীর্ঘদিন খেলা ক্লাব আবাহনীর কোচ-অফিসিয়াল, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেছেন।

আরআই/এসএএস/এমএস

Advertisement