তথ্যপ্রযুক্তি

আপনার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকছে কি না বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। প্রতিদিন প্রায় কয়েককোটি মানুষ ব্যবহার করছেন এই সাইটটি। তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বাড়ছে এর নিরাপত্তার সংকট। বিভিন্নভাবে ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে সাইট থেকে।

Advertisement

সাইবার অপরাধীরা লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপের দখল নিয়ে নিচ্ছে। এরপর আপনার পরিচিত জনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। আবার ব্যক্তিগত তথ্য ও ছবি নিয়ে ব্ল্যাক মেইলও করার ঘটনাও ঘটছে।

অনেকেই অফিসের ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ভুলে লগআউট না করেই বেরিয়ে যান। এতে অন্য কারো হাতে চলে যেতে পারে আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ। তাই কেউ লুকিয়ে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করছে কি না কিংবা অন্য কোনো ডিভাইসে লগইন আছে কি না জেনে নিন। এজন্য-

>> আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করুন।>> ওপরের ডানদিকের থ্রি ডট আইকনে ট্যাপ করুন।>> সেখান থেকে ‘লিঙ্কড ডিভাইস’ অপশনটি বেছে নিন। এখানে আপনি দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কোথায় কোথায় লগইন আছে।>> কবে থেকে লগইন আছে সেটিও দেখতে পাবেন।>> এবার এখান থেকে সেই ডিভাসগুলো লগআউট করে দিন।

Advertisement

সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/জেআইএম