রাজনীতি

বাধার মধ্যেও কাউন্সিল সম্পন্ন করবে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার গণতান্ত্রিক কর্মকাণ্ডে অব্যাহতভাবে বাধা দিচ্ছে। বাধা সত্ত্বেও মার্চের মধ্যে বিএনপির কাউন্সিল সম্পন্ন হবে।সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সোমবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছার পর অপেক্ষমান সংবাদকর্মীদের তিনি এসব কথা বলেন।এসময় মির্জা ফখরুল বলেন, মার্চের মধ্যে কাউন্সিল সম্পন্ন করতে জোর প্রস্তুতি চলছে। কাউন্সিল উপলক্ষে ইতিমধ্যে জেলা সম্মেলন শুরু হয়েছে।জাতীয় পার্টি নিয়ে প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। নিজের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে ফখরুল বলেন, আগামী এপ্রিলে আবার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে।বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, তাঁতী দল নেতা রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতন প্রমুখ।এর আগে, গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল।এমএম/বিএ

Advertisement