রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে মদন হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বাঘাইড়। পরে মাছটি তিনি প্রায় ১৯ হাজার টাকায় বিক্রি করেছেন।
Advertisement
জানা গেছে, শনিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের পাশেই পদ্মা নদীতে মাছটি ওই জেলের জালে ধরা পড়ে। পরে মাছটি বিক্রি করতে দৌলতদিয়া ফেরিঘাটে আনলে ৫ নম্বর ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহাজাহান মিয়া সম্রাট মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯০০ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়া সম্রাট বলেন, মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে কিনেছি। এখন সামান্য লাভে বিক্রির জন্য মোবাইল ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছি।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেলেই বড় বড় মাছ পাওয়া যায়। এ বছরও বড় বড় মাছ ধরা পড়ছে।
Advertisement
রুবেলুর রহমান/এমআরআর/এএসএম