দেশজুড়ে

যশোরাঞ্চলের মাঠজুড়ে বোরো আবাদের ধুম

যশোরাঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন চলছে বোরো আবাদের ধুম। শীত উপেক্ষা করে এ অঞ্চলের ছয় জেলার কৃষকরা কাক ডাকা ভোরে ছুটছেন ক্ষেতে। এবারের বোরো মৌসুমে এই ছয় জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৬১ হাজার ২২০ হেক্টর জমি। গত বছর এ অঞ্চলে বোরো আবাদ হয়েছিল তিন লাখ ৬৫ হাজার ৩৬ হেক্টর জমিতে। তবে গত বছর ধানের ন্যায্য মূল্য না পেয়ে হতাশ হয়েছিলেন কৃষক। এবার সে হতাশা কাটিয়ে মাঠে নামলেও ধানের ভালো দাম পাওয়ার ব্যাপারে শঙ্কা রয়েছে। যশোর আঞ্চলিক কৃষি অফিস জানিয়েছে, চলতি বোরো মৌসুমে যশোরাঞ্চলের ছয় জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৬১ হাজার ২২০ হেক্টর জমি। এর মধ্যে উফশী জাতের রয়েছে তিন লাখ ৬ হাজার ৭৫১ হেক্টর, হাইব্রিড ৫৪ হাজার ৪৫৪ হেক্টর এবং স্থানীয় জাতের ধান আবাদ করা হচ্ছে ১৪ হেক্টর জমি। এই লক্ষ্যমাত্রা থেকে চাল উৎপাদন করা হবে ১৪ লাখ ৩১ হাজার ৩২৯ মেট্রিকটন।গত বছর এই ছয় জেলার বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছিল তিন লাখ ৬১ হাজার ৯৪ হেক্টর। আবাদ করা হয়েছিল তিন লাখ ৬৫ হাজার ৩৬ হেক্টর। যা থেকে চাল উৎপাদন করা হয়েছিল ১৫ লাখ ৭৩ হাজার ৫৪৬ মেট্রিকটন।আর জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যশোরে এক লাখ ৫১ হাজার ৮৮৮ হেক্টর জমিতে। আর কম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মেহেরপুর জেলায় ২১ হাজার ৮৪৬ হেক্টর। এছাড়া ঝিনাইদহ জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮২ হাজার ২০ হেক্টর, মাগুরায় ৩৬ হাজার ৬০ হেক্টর, কুষ্টিয়া জেলায় ৩৬ হাজার ১০ হেক্টর এবং চুয়াডাঙ্গা জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ হাজার ৩৯৬ হেক্টর জমিতে। নড়াইল জেলার কালিয়া উপজেলার কালিনগর গ্রামের কৃষক শের আলী জাগো নিউজকে জানান, এবার তিনি পাঁচ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করছেন। শীত উপেক্ষা করে তারা ক্ষেতে পাতো লাগানোর কাজ শেষ করেছেন।যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের কৃষক সাহেব আলী জাগো নিউজকে জানান, তিনি এবার পাঁচ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করছেন। ইতোমধ্যে ক্ষেতে পাতো লাগানো সম্পন্ন হয়েছে। একই গ্রামের মতিয়ার রহমান আবাদ করেছেন ২০ বিঘা জমিতে। তিনি জাগো নিউজকে জানান, গত ১৫ দিন আগে তার জমিতে পাতো লাগানো হয়েছে। সেচসহ অন্য খরচ হিসেবে ইতোমধ্যে বিঘা প্রতি ২ হাজার টাকা করে খরচ পড়েছে। আশা করছি সবকিছু ঠিক থাকলে ফলন ভালো পাবো।এ ব্যাপারে যশোর আঞ্চলিক কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক নাসির উদ্দিন জাগো নিউজকে জানান, যশেরাঞ্চলে এবার তিন লাখ ৬১ হাজার ২২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই ছয় জেলায় মাঠজুড়ে চাষিরা এখন বোরো ধান আবাদ করেছেন। ধান রোপণ শেষ হলে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। মিলন রহমান/এমজেড/পিআর

Advertisement