হবিগঞ্জের নবীগঞ্জে পত্রিকার হকারকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এ নির্যাতনের দৃশ্য ধারণ করে তা ইন্টানেটের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছেড়ে দেয়া হয়। আর তাতেই সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। নির্যাতনের শিকার শিশু দবির হোসেন ওই উপজেলার বনকাদিপুর গ্রামের ইসন উল্লাহর ছেলে। সে দীর্ঘদিন ধরে স্থানীয় কামারগাঁও বাজার, সাইনবোর্ড, জিয়াপুর ও নতুন বাজার এলাকায় সংবাদপত্র বিক্রি করে আসছে।এলাকাবাসী জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল ১০টায় কামারগাঁও বাজারস্থ পত্রিকার গ্রাহক মোহাম্মদ চৌধুরীর মালিকানাধীন হাবিব রেস্টুরেন্টে পত্রিকা দিয়ে টাকা চায় সে। কিন্তু দোকান মালিক টাকা না দেয়ায় সে এক প্যাকেট বিস্কুট নিয়ে যায়। তখন রেস্টুরেন্ট মালিকের ভাই মিছবাহ তাকে ডেকে আনে। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। দোকান মালিকের ভাই হকার দবির হোসেনের বিরুদ্ধে বিস্কুট চুরির অভিযোগ এনে মারপিটও করে। ওই দৃশ্য রেজাউল নামের এক যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ লোকজন গিয়ে তাকে উদ্ধার করে আনে। এদিকে শিশু নির্যাতনের বিষয়টি ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র সমালোচনার ঝড় উঠে।এ ব্যাপারে নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন খান জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ব্যাপারে কোনো মামলা দায়ের করা হয়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।সৈয়দ এখলাছুর রহমান খোকন/ এমএএস
Advertisement