শিক্ষা

সিলেট বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ২৫২

সিলেট বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ২৫২

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১১৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টায় সারা দেশের ন্যায় সিলেটেও পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষায় সিলেটে মোট ৭৪ হাজার ৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। সিলেট শিক্ষাবোর্ডে মোট ২৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কেউ নকল বা অসদুপায় অবলম্বনের জন্য কেউ বহিষ্কার হয়নি।শিক্ষাবোর্ডের চার জেলার মধ্যে সিলেটে ৯৫ জন, হবিগঞ্জে ৫৫ জন, মৌলভীবাজারে ৬৫ ও সুনামগঞ্জে ৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান জানান, এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। প্রথম দিনে কেউ বহিষ্কার হয়নি। তবে অনুপস্থিত ছিল ২৫২ পরীক্ষার্থী।ছামির মাহমুদ/এআরএ/পিআর

Advertisement