দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় বগুড়ার আদমদীঘি ও সান্তাহার পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জাহিদ হাসান পিয়াল এ তথ্য জানান। পৌরসভার ৪নং ওয়ার্ডে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করার কারণে সান্তাহার পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রদীপ ভৌমিক এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রুহুল আমিন ঢালী, সান্তাহার পৌর যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা সুটু এবং সান্তাহার পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শ্যামল ঢালীকে স্ব-স্ব সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ৩১ জানুয়ারি আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর আওয়ামী লীগের এক যৌথ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর সোমবার তা বিবৃতির মাধ্যমে প্রচার করা হয়।এআরএ/পিআর
Advertisement