হামলার খবরের পর যুক্তরাষ্ট্রের বৃহত্তম একটি শপিংমল লকডাউনের আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট)মধ্য-পশ্চিমাঞ্চলের মিনেসোটা অঙ্গরাজ্যে ওই হামলার ঘটনা ঘটে, বলছে পুলিশ।
Advertisement
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, ব্লুমিংটনের বিস্তীর্ণ মলের মধ্য লোকজন ছোটাছুটি করছে। সেখানে পাঁচশ’র বেশি স্টোর রয়েছে বলে জানা গেছে।
শপিংমল কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, একটি ভাড়াটে স্পটে একটি ‘বিচ্ছিন্ন’ ঘটনা নিশ্চিত করে সেটিকে আইসোলেটেড করা হয়েছে। আপাতত লকডাউনের আওতায় পুরো শপিংমল।
তারা সাধারণ মানুষকেও সতর্ক করে দিয়েছে এ ব্যাপারে।
Advertisement
ব্লুমিংটন পুলিশ টুইটারে জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা শপিংমলটির ভেতরে কাজ করছেন।
তবে এখনো এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সূত্র: এএফপি
এসএনআর/জিকেএস
Advertisement