লুঙ্গি পরে সিনেপ্লেক্সের মিরপুরে সনি স্কয়ার শাখায় টিকিট কিনতে না পারা সেই বৃদ্ধ দর্শক ‘পরাণ’ দেখেছেন। তাকে পরিবারসহ ‘পরাণ’ সিনেমা দেখার আমন্ত্রণ জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
Advertisement
সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ৪ আগস্ট সন্ধ্যায় ‘পরাণ’ সিনেমা দেখেছেন ও-ই দর্শক। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ।
তিনি বলেন, স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। দর্শকদের চাহিদা, সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। আসলে, দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ। দর্শকদের ভালোবাসা নিয়েই স্টার সিনেপ্লেক্স আজ এ পর্যায়ে এসেছে।
বিষয়টি খুবই অনাকাঙ্খিত ও দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, ‘স্টার সিনেপ্লেক্সের যতটুকু সাফল্য তার মূল কৃতিত্ব দর্শকদের। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় একজন দর্শক লুঙ্গি পরে আসার কারণে তাকে টিকিট দেয়া হয়নি বলে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে। বিষয়টি খুবই অনাকাঙ্খিত এবং দুর্ভাগ্যজনক।’
Advertisement
পোশাক-পরিচ্ছদ নিয়ে এমন কোনো নিয়ম-নীতি নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রকৃত অর্থে, স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার ক্ষেত্রে দর্শকদের পোশাক-পরিচ্ছদ নিয়ে এমন কোনো নিয়ম-নীতি নেই। আমরা মনে করি, সকলেরই সিনেমা দেখার অধিকার রয়েছে। এখানে কোনো বৈষম্য নেই। দর্শকদের সিনেমা দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং সিনেমা দেখার অভিজ্ঞতাকে সুন্দর ও আনন্দময় করতে আমরা সবসময় সচেষ্ট। পোশাক দর্শকদের একান্তই ব্যক্তিগত স্বাধীনতা।’
‘এক্ষেত্রে আমাদের কোনো বিধি-নিষেধ নেই। তাই লুঙ্গি পরে আসা দর্শকের টিকিট না পাওয়ার ঘটনাটি নিতান্তই ভুল বোঝাবুঝির ফলাফল, যা আমাদের জন্য বিব্রতকর ও দুঃখজনক। আমরা এরইমধ্যে উক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারসহ স্টার সিনেপ্লেক্সে ছবি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি আমাদের কথা রেখেছেন ও আজ সন্ধ্যায় পরিবারসহ স্টার সিনেপ্লেক্সের মিরপুর সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ ছবিটি দেখেছেন।’
এমআই/এলএ/ইএ
Advertisement