ঘরের মাঠে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। যুবাদের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে এবার অনেক বড় স্বপ্ন দেখছে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। কিন্তু এ টুর্নামেন্টকে একটি সিরিজ হিসাবে দেখছেন দলের অন্যতম সেরা স্পিনার সালেহ আহমেদ শাওন গাজী। বিশ্বকাপ খেলছেন এমন কোন ভাবনাই নেই এই স্পিনারের।সোমবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলনশেষে শাওন বলেন, ‘আমরা এটিকে বিশ্বকাপ নয়, সিরিজ হিসেবে দেখছি। বিশ্বকাপ হিসেবে ভাবছি না, মনে করছি যে একটি সিরিজে ঢুকেছি। আমাদের অধিনায়ক মিরাজ, সহ-অধিনায়ক শান্ত, সবাই টুর্নামেন্টের আগে এখনও বলছে যে আমরা একটা দ্বিপাক্ষিক সিরিজ যেভাবে খেলি, ওরকমই খেলব। বিশ্বকাপ খেলছি, ওরকম কোনো টেনশনই নেই মাথায়। চ্যাম্পিয়ন হতে হবে, এরকম ভাবনাও নেই।’বিশ্বকাপ, বড় আসর এই সব নিয়ে ভাবলে নিজেদের উপর চাপ বেড়ে যাবে বলে জানান শাওন। তাই ম্যাচ বাই ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করছেন বলেও জানান তিনি।এই প্রসঙ্গে বলেন, ‘বিশ্বকাপ শিরোপা পেতে হলে ছয়টি ম্যাচ জিততে হবে। চারটি ম্যাচ বাকি আছে। আমরা তিন ম্যাচ করে দুটি সিরিজে ভাগ করেছি। গ্রুপে তিন ম্যাচ। এরপর সুপার লিগে তিন ম্যাচ।’তবে এভাবে খেললে দলে নেতিবাচক প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে শাওন জানান, আত্মবিশ্বাসটাই আসল। বিশ্বাস করলেই হয়। আরও জানান, নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে অন্য কেউ তাদের সামনে পাত্তায় পাবেনা। তিনি আরও বলেন, ‘আত্মবিশ্বাস আসে নিজের কাছ থেকেই। আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, অনেক ভালো সতীর্থ আমরা সবাই, ভালো করছি মাঠে। সব মিলিয়েই বিশ্বাস আছে। আমাদের যে বোলিং আক্রমণ, তাতে আশা করি যে কোনো উইকেটে ২৪০ রান আমাদের জন্য অনেক। যে কোনো উইকেটে, যত ভালো ব্যাটিং উইকেটই হোক, আমাদের বিপক্ষে ২৪০ তাড়া করতে প্রতিপক্ষ দলের জন্য অনেক কঠিন হবে।’আরটি/এএইচ
Advertisement