কুমিল্লার মনোহরগঞ্জে পরিবার পরিকল্পনা সহকারীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধনে সন্ত্রাসী-বখাটেরা হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে। সোমবার উপজেলা পরিষদের ফটকের সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে। হামলায় আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা খলিলুর রহমান নাথেরপেটুয়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ইয়াসমিন আক্তারকে যৌন হয়রানী করে আসছিলেন। এতে ওই কর্মকর্তার বিরুদ্ধে তিনি পরিবার পরিকল্পনা বিভাগ-কুমিল্লার উপ-পরিচালক মাহবুবুল করিমের কাছে অভিযোগ করেন। একই ঘটনার প্রতিবাদে পরিবার পরিকল্পনা কর্মীরা সোমবার দুপুরের দিকে মানববন্ধন কর্মসূচি পালনের জন্য উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের রাস্তায় জড়ো হন। এসময় পরিবার পরিকল্পনা ইউনিয়ন পরিদর্শক আলমগীর হোসেন ও ইব্রাহিমের নেতৃত্বে তাদের ভাড়াটে বহিরাগত বখাটেরা ওই মানববন্ধনে হামলা চালায় এবং টানা-হেচড়া করে ব্যানার ছিনিয়ে নেয়। হামলায় পরিবার পরিকল্পনা কর্মী জহির ও ইয়াসমিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এ বিষয়ে অভিযুক্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন। পরিবার পরিকল্পনা বিভাগ-কুমিল্লার উপ-পরিচালক মাহবুবুল করিম ওই কর্মকর্তার বিরুদ্ধে পরিবার কল্যাণ সহকারীর অভিযোগের বিষয়টি স্বীকার করে জাগো নিউজকে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিকেল ৪টায় মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর
Advertisement