বরগুনার পাথরঘাটা উপজেলা যুবদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম জামাল জানান, ধারাবাহিক লোডশেডিং, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তারেক রহমানকে দেশের ফিরিয়ে আনা, বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও ভোলায় যুবদলের দুই নেতা হত্যার প্রতিবাদে যুবদলের মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে আসামাত্র ছাত্রলীগ হামলা করে। এতে আমাদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হন। তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ বিষয় পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওয়ালিদ মক্কি জাগো নিউজকে বলেন, আমরা কোনো হামলা করিনি। শুধু তাদের মিছিল বন্ধ করতে বলেছি।
Advertisement
পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এস আই) শহিদুল ইসলাম বলেন, পুলিশ টহলে রয়েছে। দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
এম এ আজীম/আরএইচ/জেআইএম