ইউরোপের অভিবাসী সংকট সহায়তায় এগিয়ে আসায় দ্বীপ রাষ্ট্র গ্রিসকে শান্তিতে নোবেল দেয়ার দাবি জানিয়েছে দেশটির নাগরিকরা। ২০১৬ সালে শান্তিতে নোবেল পাওয়ার পক্ষে অনলাইনে এক আবেদনে পাঁচ লাখেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। চলতি বছরের নোবেল মনোনয়নের আবেদন জমা দেয়ার শেষ সময় ১ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্বের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরাও একই ধরণের উদ্যোগ নিয়েছেন। এতে সংসদ সদস্য, শিল্পী, রাজনীতিবিদ ও গ্রীক সংবাদমাধ্যম সমর্থন দিয়েছে। এজন্য অস্কারবিজয়ী অভিনেত্রী সুসান সারানডন, এক মৎস্যজীবী এবং এক পেনশনভোগীর নাম মনোনীত করেছে গ্রিসের জনগণ। এর আগে অভিনেত্রী সারানডন প্রথম লেসবসে শরণার্থী সমস্যা নিয়ে প্রচার চালান। অভিবাসী সংকট নিয়ে স্বেচ্ছায় কাজ করতে সারানডন তুরস্ক উপকূলের কাছে লেসবস দ্বীপে যান। ৩১ জানুয়ারি রাত ৯টা (গ্রিনিচ মান সময়) পর্যন্ত গ্রিসবাসীকে মনোনীত করে আবেদনে ৫ লাখ ৯৭ হাজার ৬৯৭ স্বাক্ষর পড়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোস ভাইতসিসও গ্রীক দ্বীপবাসীর মনোনয়নের পক্ষে সমর্থন দিয়েছেন।আবেদনে বলা হয়েছে, ইজিয়ান সাগরের গ্রীক দ্বীপপুঞ্জের অধিবাসীরা ব্যাপক আর্থিক সংকট সত্ত্বেও সিরিয়ার শরণার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে। সুতরাং তাদের এ ত্যাগ কোনভাবেই উপেক্ষা করা ঠিক হবে না। গত বছর আট লাখেরও বেশি অভিবাসী ও শরণার্থী গ্রীক উপকূলে পৌঁছেছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য থেকে অন্তত ১০ লাখ শরণার্থী আশ্রয়ের আশায় ইউরোপে পাড়ি জমিয়েছে। এসআইএস
Advertisement