দেশজুড়ে

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বাংলাদেশে প্রবীর রায়

বাংলাদেশের ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কোলকাতা থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন ভারতের সোদপুরের সুকান্ত পল্লীর প্রবীর রায় চৌধুরী। ৩১ জানুয়ারি তিনি সোদপুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে সোমবার দুপুরে বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছান। ইমিগ্রেশনের কার্যাদি সম্পন্ন করে দুপুর একটার দিকে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার রাতে যশোর অবস্থান করে মঙ্গলবার সকালে ঝিনাইদহ মাগুরা হয়ে ফরিদপুর যাবেন। পরের দিন রাজবাড়ি দিয়ে মানিকগঞ্জ হয়ে ঢাকায় পৌঁছাবেন। প্রবীর রায় চৌধুরী জাগো নিউজকে জানান, একই আকাশ একই বাতাস, দু`বাংলার মানুষের ভাষা এক। আমরা বাংলা ভাষায় কথা বলি বলে দুই দেশের বাংলাদেশের মানুষের জন্য আমাদের প্রাণ কাঁদে। তাইতো ছুটে এসেছি বাঙালি বাংলাভাষী মানুষের পাশে। তিনি বলেন, আপনারা ভাষার জন্য জীবন দিয়েছেন। স্বাধীনতার জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। ভাষা আর স্বাধীনতার জন্য এত ত্যাগের নজির পৃথিবীতে অন্য কারোর নেই। এজন্য আপনারা গর্বিত জাতি।সোদপুরের নাটাঘর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিনি এদেশে এসেছেন। তার ইচ্ছা রয়েছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সবকটি জেলায় যাওয়া। এছাড়া ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের অ্যাসোসিয়েশনের একটি স্মারকপত্র দেবেন বলেও জানান তিনি। মো. জামাল হোসেন/এমজেড/পিআর

Advertisement