তথ্যপ্রযুক্তি

দিনে কতটুকু হাঁটলেন জানাবে স্মার্টওয়াচ

 

নয়েজের আরও একটি নতুন স্মার্টওয়াচ এলো বাজারে। এটি কিছুদিন আগে লঞ্চ হওয়া নয়েজ কালারফিট প্রো ৩ এর আপডেট ভার্সন নয়েজ কালারফিট প্রো ৪ (Noise ColorFit Pro 4)। ভারতীয় বাজারে ব্লুটুথ কলিংসহ অসংখ্য ফিচার নিয়ে হাজির হয়েছে স্মার্টওয়াচটি। এক চার্জে চলবে ছয়দিন।

Advertisement

স্মার্টওয়াচটিতে ১.৭২ ইঞ্চি টিএফটি এলসিডি টাচ স্ক্রিন রয়েছে। যার রেজোলিউশন ৩৫৬x৪০০ পিক্সেল এবং ৫০০ নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা রয়েছে। ডিসপ্লের ডানদিকে একটি মাইক্রোফোন থাকছে এবং বাঁ পাশে একটি ছোট স্পিকার গ্রিলও দেওয়া হয়েছে। উভয়ই ব্লুটুথ কলিংয়ের জন্য ব্যবহার করা যাবে।

স্মার্টওয়াচটি সর্বক্ষণ ব্যবহারকারীর হৃদস্পন্দন এবং রক্তের অক্সিজেন স্তর শনাক্ত করতে পারবে। এছাড়াও ওয়ার্কআউটের জন্যও এখানে বেশ কয়েকটি ফিচার দেওয়া হয়েছে। দিনে কতটুকু হাঁটলেন সেই আপডেটও জানাবে। আবহাওয়ার সংবাদও পাবেন নিয়মিত। স্মার্টফোনের কাজ চালাতে ঘড়িটির স্ক্রিনে ডায়াল প্যাডও থাকছে। আরও থাকছে স্টপওয়াচ, টাইমার, অ্যালার্ম ও ফ্ল্যাশলাইট।

ধুলা ও পানি প্রতিরোধের জন্য IP68 রেট প্রাপ্ত। স্মার্টওয়াচটির ওজন মাত্র ২৪.১ গ্রাম। অপটিক্যাল সেন্সর এবং চৌম্বকীয় চার্জারেও চার্জ দেওয়া যাবে ঘড়িটি। একবার ফুল চার্জ করলে ৬দিন পর্যন্ত চলতে পারবে ঘড়িটি।

Advertisement

ছয়টি রঙের বিকল্পে পাওয়া যাবে স্মার্টওয়াচটি। তবে এর দাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্বসূরী স্মার্টওয়াচগুলোর মতোই নাগালের মধ্যেই থাকবে এর দাম।

সূত্র: এনডিটিভি গ্যাজেট

কেএসকে/এমএস

Advertisement