দেশজুড়ে

ভোলায় সংঘর্ষে আহত ছাত্রদল নেতা নুরে আলম মারা গেছেন

পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম মারা গেছেন। বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার গ্রিনরোড কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

নুরে আলমের ভগ্নিপতি ভোলা জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাত ৮টায় ঢাকা থেকে মরদেহ নিয়ে ভোলার উদ্দেশে রওয়ানা হবেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) জানাজা শেষে ভোলা পৌর চরনোয়াবাদ এলাকায় পারিবারিক কবরস্থানে নুরে আলমের মরদেহ দাফন করা হবে।

এর আগে গত রোববার (৩১ জুলাই) ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে আব্দুর রহিম নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হন। এ ঘটনায় ছাত্রদল নেতা নুরে আলমসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এতে পুলিশের ১০ সদস্যও আহত হন।

Advertisement

জুয়েল সাহা বিকাশ/এমআরআর/জিকেএস