প্রবাস

মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের মিলনমেলা

যুক্তরাষ্ট্রের মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) ওয়ারেন সিটির সো-পার্কে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

সংগঠনের সভাপতি অধ্যাপক এ জেড এম ওবায়দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করে রুহান।

প্রধান অতিথির বক্তবে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের বনভোজন এক অভাবনীয় মিলনমেলা। মিশিগানে বাঙালি কমিউনিটিতে বাংলাদেশির সংখ্যা দিন দিন বাড়ছে। গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক অবিনাশ চৌধুরী, ফারুক, অবিভক্ত আলীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, যুবনেতা আবুল কাশেম মো. আনোয়ার সাদাত, কানাইঘাট প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল, নিউজার্সির কমিউনিটি নেতা মাহফুজুর রহমান রুমন ও মো. লুৎফর উদ্দিন।

Advertisement

বিশেষ অতিথি কাশেম বলেন, ‘গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান’ বনভোজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড গোয়াইনঘাটকে কমিউনিটির সামনে উপস্থাপন করেছে। এজন্য অ্যাসোসিয়েশনের নেতাদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় রাফেল ড্র। প্রথম পুরস্কার একটি ‘টয়োটা কার’ বিজয়ী ফিরুজ মিয়াসহ সকল বিজয়ী প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। গাড়িটি সংগঠনের জন্য স্পন্সর করেন সংগঠনের সদস্য আব্দুল মালিক ও কয়েস আহমেদ।

এ সময় ফেসবুকে অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখে বাংলাদেশ থেকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, সিলেট ৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ অনুষ্ঠানের খোঁজ-খবর নেন; সবার প্রতি সালাম ও শুভেচ্ছা জানান।

এর আগে সকাল সাড়ে দশটায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বনভোজন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ফারুক আহমদ। বেলা ১১টায় শুরু হয় ক্রীড়ানুষ্ঠান।

Advertisement

পুরুষ-মহিলা, যুবক-যুবতি, কিশোর-কিশোরী ও শিশুদের জন্য বিভিন্ন ইভেন্টে সংশ্লিষ্ট সবার স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বেলা ২টায় উপস্থিত সবাই কার্যকরী সদস্য নজরুল ইসলাম বদরুলের সৌজন্যে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্য দেন পিকনিক কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ বাবুল। সভাপতি সংগঠনের সদস্যদের কার্যকর ভূমিকা রাখার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কমিউনিটির প্রবীণ বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আহমেদ, মিশিগান বিএনপির সভাপতি আকমল চৌধুরী, মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ চান, মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর মাখন, হামট্রামিক সিটি কাউন্সিলম্যান নাঈম চৌধুরী।

এছাড়া কমিউনিটি নেতা নজরুল রহমান, সাবেক কাউন্সিলম্যান আবু মুসা, কমিউনিটি নেতা সাকের উদ্দিন সাদেক, মো. আহাদ, বিয়ানীবাজার সমিতির সভাপতি আজমল হোসেন, খাজা শাহাব আহমেদ, মো. মোতালেব, নুরুল ইসলাম বাঙ্গালি, নজরুল চেয়ারম্যান, আজিজ সুমন, ইঞ্জিনিয়ার মো. আহাদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সোলেমান উপস্থিত ছিলেন।

এছাড়াও সালেহ আহমেদ বাদল, রাব্বি আলম, আরমানি আসাদ, রুহুল আলম, মুর্শেদ আহমেদ, আকিকুল হক শামিম, শিমু রহমান, পাবেল আনসারী, সায়ীদ রায়হান, মাহতাবুর রহমান টিপু, মো. ফারিশ, মাকসুদ আহমেদ, ইয়াসিন আহমেদ, ফরিদ আহমেদ, কোম্পানীগঞ্জ বিনপির সহ-সভাপতি আব্দুর রকিব, মো. আজিজ, মো. শাহাবুদ্দিন, আলমগীর আলী, ফিরুজ মিয়া, লিয়াকত আলী, মাহবুবে রাব্বি, বদরুদ্দোজা জুনেদ, মাহবুব আলমগীর উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন- আব্দুল বাসিত, মকবুল জাবেদ অ্যাসোসিয়েশনেরসহ সভাপতি মো. রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তরিক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাজাহান রহমান মফিজ, প্রচার সম্পাদক দিলওয়ার হোসেন, প্রবাসী বিষয়ক সম্পাদক হেলাল আবেদীন, ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সল, কার্যকরী সদস্য আব্দুল খালিক, সদস্য ইফতেখার হেলাল প্রমুখ।

বক্তব্য দেন- জালাল উদ্দিন, মোহাম্মদ কামাল আবেদীন, মোহাম্মদ জয়নাল উদ্দিন, গোলাম আজম মাসুক, রোসেন্দ্র দাস, নিজাম উদ্দিন, আব্দুল হক, মোহাম্মদ সুয়েব, ওলিউর রহমান, রানু মিয়া, মনির উদ্দিন, মোহাম্মদ মুসা প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- টিবিএন-২৪ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পিনাকি তালুকদার, বাংলাদেশ প্রতিদিন মিশিগান প্রতিনিধি আশিক রহমান, ঢাকা পোস্ট ও যুগান্তরের মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সুহেল।

পড়ন্ত বিকেলে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী জিন্নাহ খান ও জিল্লুর আহমেদ। অনুষ্ঠান শেষে অতিথি ও কমিউনিটি নেতাদের শুভেচ্ছা বিনিময় হয়।

এমআরএম/এমএস