স্বাস্থ্য

চট্টগ্রামে শনাক্তের হার ১০.৮৯ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৮ হাজার ৫৫৭ জনে। শনাক্তের হার ১০ দশমিক ৮৯ শতাংশ। তবে, এ দিন কেউ মারা যায়নি। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩৬৭ জন।

Advertisement

সোমবার (২ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আগের দিন রোববার (৩১ জুলাই) ২৩ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল হার ৭ দশমিক ৭১ শতাংশ।

সোমবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৭ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১৭ জনই নগরের। ওইদিন চট্টগ্রামের ১৫ উপজেলায় করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে একজন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে একজন, আরটিআরএলের ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হাসপাতালের ল্যাবে একজন, এপিক হেলথ কেয়ারে ল্যাবে দুইজন, মেট্রোপলিটন হাসপাতালের ল্যাবে পাঁচজন এবং এভারকেয়ার হাসপাতালের ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়।

Advertisement

ইকবাল হোসেন/এমএএইচ/জিকেএস