শরীয়তপুরের গোসাইরহাটে মোটরসাইকেল থেকে পড়ে শাহরিয়ার জয় সরদার (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় শোভন বাবুর্চী (১৫) নামের একজন আহত হন।
Advertisement
সোমবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার কোদালপুর মোড়ের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার জয় উপজেলার ইদিলপুর ইউনিয়নের মিত্রসেনপট্টি গ্রামের মো. জামাল সরদারের ছেলে। তিনি সরকারি শামসুর রহমান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে শাহরিয়ার জয় বড় ছিলেন।
স্থানীয়রা জানান, গোসাইরহাট উপজেলার বালুরচর থেকে গোসাইরহাট পৌরসভায় যাচ্ছিলেন শাহরিয়ার জয় ও শোভন বাবুর্চী। কোদালপুর মোড়ের বাজারে এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তারা সড়কে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন। শোভনের চিকিৎসা চলছে।
Advertisement
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার জানান, মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেননি।
মো. ছগির হোসেন/এসআর/এমএস