দেশজুড়ে

দিনাজপুরে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এসএসসি পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে চলছে।প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।এবার পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯শ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৭৭ হাজার ৩০৮ জন ছাত্র ও ৭২ হাজার ৫৯২ জন ছাত্রী। পরীক্ষা সুষ্ঠু ও ত্রুটিমুক্ত করতে ১৫৬ টি ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছে।দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, এখন পর্যন্ত  কথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হোসেন জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেয়া হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ১৫৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে বিদ্যালয়ে শিক্ষকদের সমন্বয়ে ১৫০টি, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ২টি ও শিক্ষা বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ৪টি ঝটিকা ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। সুষ্ঠু ও ত্রুটিমুক্ত পরীক্ষা নেয়ার লক্ষ্যে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে ২শ গজ পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ পরীক্ষা চলাকালীন ব্যবস্থা গ্রহণ করবেন। পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।এমদাদুল হক মিলন/এসএ/এমএস

Advertisement