আন্তর্জাতিক

কাত হয়ে ফ্রান্সের দিকে ছুটছে চালকবিহীন জাহাজ (ভিডিও)

তিন হাজার ছয়শ টন কাঠ ও নির্মাণ সামগ্রী বহনকারী একটি মালবাহী জাহাজ চালকবিহীন অবস্থায় ফ্রান্স উপকূলের দিকে ছুটে চলেছে। মডার্ন এক্সপ্রেস নামে পানামায় নিবন্ধিত জাহাজটি মঙ্গলবার ভোরের দিকে আটলান্টিকে ভেসে উপকূলে গিয়ে পৌঁছাতে পারে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাবন থেকে পণ্য নিয়ে ফ্রান্সে যাওয়ার পথে ১৬৪ মিটার দীর্ঘ জাহাজটিতে ত্রুটি দেখা দেয় এবং সেটি কাত হতে শুরু করে। পরে জাহাজের ২২ জন ক্রু কে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়।এটি টেনে সোজা করার চেষ্টা ব্যর্থ হয়েছে। সোমবার জাহাজটি সোজা করে দেয়ার চেষ্টা চালাবে সমুদ্র বন্দর কর্তৃপক্ষ। দুদিন আগে উত্তাল সাগরে জাহাজের একটি ‘টো লাইন’ ছিঁড়ে যায়। ফলে টাগবোট দিয়ে টেনে জাহাজ সোজা করা আরও কঠিন হয়ে পড়েছে।খারাপ আবহাওয়ার কারণে রোববার উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে। ৪০ থেকে ৫০ ডিগ্রি কাত হয়ে জাহাজটি এখন ফ্রান্স উপকূলের দিকে ছুটে চলেছে। ফ্রান্সের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, জাহাজে প্রায় ৩০০ টন জ্বালানি রয়েছে। তবে জাহাজটি ডুবে গেলে বা দুর্ঘটনার শিকার হলে জ্বালানি অপসারণ ও উদ্ধারকাজ চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে বন্দর কর্তৃপক্ষ।এসআইএস/এমএস/আরআইপি

Advertisement