চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘সাব-রেজিস্ট্রার পদে পরীক্ষার প্রশ্ন ও সমাধান’ নিয়ে জাগো জবসের ২য় পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : কোনটির কারণে মরিচ ঝাল লাগে?উত্তর : ক্যাপসিসিন।২. প্রশ্ন : টাচ স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কারক কে?উত্তর : IBM Simon কোম্পানি।৩. প্রশ্ন : KAFCO কোথায় অবস্থিত?উত্তর : চট্টগ্রাম।৪. প্রশ্ন : ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি?উত্তর : দুধ।৫. প্রশ্ন : নবায়নযোগ্য জ্বালানী কি?উত্তর : পরমাণু শক্তি।৬. প্রশ্ন : রূপসী বাংলার কবি কে?উত্তর : জীবনানন্দ দাশ।৭. প্রশ্ন : ‘শিষ্টাচার’– এর সমার্থক শব্দ কোনটি?উত্তর : সদাচার।৮. প্রশ্ন : বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে?উত্তর : ২টি।৯. প্রশ্ন : ‘ষ্ণ’ যুক্তবর্ণটি ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায়?উত্তর : ষ+ণ।১০. প্রশ্ন : কোন শব্দটি অশুদ্ধ?উত্তর : সুকেশীনী।১১. প্রশ্ন : ‘আভরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?উত্তর : অলংকার।১২. প্রশ্ন : ‘ফুলমনি ও করুণার বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে?উত্তর : হ্যানা ক্যাথেরিন।১৩. প্রশ্ন : ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?উত্তর : সন্ধি/সমাস।১৪. প্রশ্ন : ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-উত্তর : ধাতু।১৫. প্রশ্ন : ‘শেষের কবিতা’ কোন ধরনের রচনা?উত্তর : উপন্যাস।১৬. প্রশ্ন : কোন বানানটি শুদ্ধ?উত্তর : শারীরিক।১৭. প্রশ্ন : কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?উত্তর : আনন্দময়ীর আগমনে।১৮. প্রশ্ন : যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে- এক কথায় প্রকাশ করলে কী হবে?উত্তর : কৃপণ।১৯. প্রশ্ন : শুদ্ধ বানান কোনটি?উত্তর : সান্ত্বনা।২০. ‘রিকশা’ কোন ভাষার শব্দ?উত্তর : জাপানি।এসইউ/এমএস
Advertisement