ধাঁধা :১. ‘কাঁচাতে মানিক ফল সর্বলোকে খায়, পাকিলে মানিক ফল কিন্তু গড়াগড়ি যায়।’২. ‘কাঁচা তুলতুল পাকলে সিঁদুর এর মানে যে না পারবে তার দাদা বড় ইঁদুর।’৩. ‘কাঁধে ঝুলে সঙ্গে যায়, বিনা দোষে মার খায়।’৪. ‘কলকাতাতে লাগল আগুন, তালুক গেল পুড়ে। কাঠঘানিতে ধোঁয়া বেরুল, নারিকেল ভাঙা কুঁড়ো।’উত্তর : ১. ডুমুর২. মাটির পাতিল৩. ঢাক৪. হুক্কাএসইউ/এমএস
Advertisement