মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
৩১ জুলাই ২০২২, রোববার। ১৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
ঘটনা১৬৫৮- আওরঙ্গজেব ভারতের মুঘল সম্রাট ঘোষিত হন।১৯৫৪ - ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কে-২ শৃঙ্গে আরোহণ করেন।১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইয়েমেন।১৯৭৩- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় দক্ষিণ ভিয়েতনাম।১৯৭৮- চট্টগ্রামে এলপি গ্যাস কারখানা উদ্বোধন।২০০৭- বাংলাদেশে অর্ধশত বছরের পুরনো খুলনার পিপলস জুট মিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। জন্ম১৮৮০- আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক মুন্সি প্রেমচাঁদ।১৮৯১- প্রখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ক্ষিতীন্দ্রনাথ মজুমদার।১৯০৪- প্রখ্যাত বাঙালি সাংবাদিক বিবেকানন্দ মুখোপাধ্যায়।১৯৪৬- ভারতীয় বাঙালি জাদুকর পি সি সরকার জুনিয়র।১৯৫৭- বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার মনতাজুর রহমান আকবর।
মৃত্যু১৯৪০- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী উধাম সিং।১৯৭১- বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন মমতাজ। ১৯৪৫ সালের ১২ জুলাই ফেনী জেলার সদর উপজেলায় উত্তর চাড়িপুর গ্রামের মুক্তারবাড়িতে। তার পিতামহ মমতাজ উদ্দিন আহমেদ ছিলেন আকিয়াবের শেষ মুসলিম জমিদার। কলকাতায় তার শিক্ষাজীবন শুরু। পশ্চিম পাকিস্তানের লাহোর দয়াল সিং কলেজে পড়াশোনা করে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে সেনাবাহিনী থেকে পালিয়ে আরও কয়েকজন সহকর্মীদের সঙ্গে যোগ দেন মুক্তিযুদ্ধে। জুলাইয়ের প্রথম সপ্তাহেই পাকিস্তানের শিয়ালকোটের কাছে মারালা সীমান্তের খরোস্রোতা মুনাওয়ার তায়ী নদী অতিক্রম করে ভারতে এসেছিলেন। ১১ নং সেক্টরের প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। পাক সেনাদের ছোড়া গোলা বিস্ফোরণে তিনি শহীদ হন।১৯৮০- ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী মোহাম্মদ রফি।২০১৪- ভারতীয় লেখক নবারুণ ভট্টাচার্য।২০১৭- ফরাসি অভিনেত্রী, গায়িকা, চিত্রনাট্যকার এবং পরিচালক জান মোরো।
Advertisement
কেএসকে/এমএস