কিশোরগঞ্জে শিশু শফিকুল হাসান টুটুলকে অপহরণ করে হত্যা মামলার আসামি দুলাল মিয়ার জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। ৭ দিনের মধ্যে আত্মসমর্পণ না করলে দুলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেয়া হয়েছে।রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। রোববার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। আসামি দুলাল মিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ফজলুর রহমান ও উম্মে কুলসুম রেখা।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিলীরুজ্জামান সাংবাদিকদের বলেন, আসামি দুলালের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে আপিল বিভাগ ওই আদেশ দেন।কিশোরগঞ্জের চরকাউনা এলাকায় মেমোরিয়াল কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র শফিকুল হাসান টুটুল (১২) ২০১৪ সালের ৮ অগাস্ট স্কুলে যাওয়ার পথে অপহৃত হয়। পরে তার মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়। পরদিন টুটুলের বাবা কামাল উদ্দিন কিশোরগঞ্জ থানায় একটি মামলা করেন।পরে ছেলেটির লাশ উদ্ধার হয়। তারপর অপহরণের মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। ওই বছরের ১১ ডিসেম্বর টুটুলদের পরিবারের ঘনিষ্ঠ প্রতিবেশী দুলাল মিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেন তদন্ত কর্মকর্তা।২০১৫ সালের মে মাসে দুলালের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে, যার ওপর রোববার শুনানি অনুষ্ঠিত হয়।এফএইচ/বিএ
Advertisement