ধর্ষণ শেষে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজশাহীর গোদাগাড়ীর মো. রকিবুর ওরফে ওকিবুরের মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ ৭ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।মৃত্যুদণ্ডপ্রাপ্ত রকিবুরের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন। একইসঙ্গে তার করা রিভিউ আবেদন শুনানির জন্য ৭ মার্চ শুনানির দিন ধার্য করেন।গত বছরের ১৮ জানুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রকিবুরের মা/ভাই/বোন ও নিকট আত্মীয়দেরকে তার সঙ্গে সাক্ষাতের জন্য একটি চিঠি দেয়। ওই চিঠিতে বলা হয় যে, আগামী ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১টা ১ মিনিটে রকিবুরের ফাঁসি কার্যকর করা হবে। এজন্য তাদেরকে সাক্ষাতের অনুমতি দেয়া হলো। এই চিঠি প্রাপ্তির পর ১২ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন ওই আসামি।রোববার রিভিউ আবেদনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান আদালতে বলেন, রিভিউ পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ড স্থগিত রাখা হোক।এক কিশোরীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ২০০৪ সালের ৮ আগস্ট রকিবুরের মৃত্যুদণ্ড দেন নিম্ন আদালত। পরে ২০০৮ সালের ১৭ মার্চ ওই রায় বহাল রাখেন হাইকোর্র্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন রকিকুর। আপিলে হাইকোর্টের রায় বহাল রাখেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদ্যের আপিল বিভাগের বেঞ্চ। গত ১৮ জানুয়ারি পূর্ণাঙ্গ ওই রায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছলে রকিবুরের দণ্ড কার্যকরের জন্য ওইদিন ধার্য করা হয়।এফএইচ/বিএ
Advertisement