ক্যাম্পাস

বিষয় পরিবর্তনে ভুলের মাশুল দেবে ২২ শিক্ষার্থী

পরীক্ষার পূর্ব মুহূর্তে বিষয় পরিবর্তনে ভুলের মাশুল দিতে যাচ্ছে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ২২ জন এসএসসি পরীক্ষার্থী। ২০১৪-১৫ শিক্ষা বর্ষে নবম-দশম শ্রেণিতে এসব শিক্ষার্থীদের চারু ও কারুকলা বিষয়টি পড়ানো হলেও এসএসসি পরীক্ষায় অংশ নিতে হচ্ছে তৃতীয় কোনো বিষয়ে। বিদ্যালয়ের শিক্ষকদের ভুলের কারণেই পরীক্ষার আগে বিষয় বিড়ম্বনায় পড়েছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে চারু ও কারুকলা বিষয়টি পড়ানোর অনুমতি না থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ২২ জন শিক্ষার্থীকে দু’বছর ধরে চারু ও কারুকলা বিষয়ে পড়িয়ে আসছিলেন। এমনকি বিদ্যালয়ের মূল্যায়ন পরীক্ষায়ও শিক্ষার্থীরা এ বিষয়ে পরীক্ষা দিয়েছে। কিন্তু এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশে শিক্ষার্থীরা জানতে পারে বিষয়টি তাদের পরীক্ষার পাঠ্যক্রমে নেই। পরীক্ষার আগ মুহূর্তে এসে চারু ও কারুকলা বিষয়ের পরিবর্তে কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে বলা হচ্ছে এসব শিক্ষার্থীদের। এতে করে বাড়তি চাপে পড়েছে ২২ জন পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের পরীক্ষা। ফলে কোনো ক্লাস ছাড়াই এ ২২ জন পরীক্ষার্থীকে কৃষি শিক্ষা বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। করতে হবে ব্যবহারিক কাজও। এতে করে ওইসব পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিয়ে সন্দিহান অভিভাবক ও শিক্ষকরা। আর এজন্য বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছে শিক্ষার্থী ও অভিভাবকরা।   স্কুল কর্তৃপক্ষ বোর্ডের অনুমোদন ছাড়াই চারু ও কারুকলা বিষয়টি পড়িয়েছে উল্লেখ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জাগো নিউজকে বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ডের অনুমোদনহীন বিষয় পড়ানোর কারণেই শিক্ষার্থীরা বিপদে পড়েছেন। এটা স্কুল কর্তৃপক্ষের ভুল। এ বিষয়ে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার জাগো নিউজকে বলেন, ভুলের কারণেই এমনটা হয়েছে। অভিভাবকদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছি। চারু ও কারুকলা বিষয়ের পরিবর্তে কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষা দেয়ার ব্যাপারে অভিভাবকদের পক্ষে কোনো অভিযোগ নেই। এমজেড/পিআর

Advertisement