সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তৃতীয় ম্যাচে বাংলাদেশ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় খেলতে নামবে মালদ্বীপের বিপক্ষে। বাংলাদেশ প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ এবং ভারতকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের পথে বেশ এগিয়ে রয়েছে।
Advertisement
ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচ জিতলে ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে পল স্মলির শিষ্যদের।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলােদেশ জিতেছিল বদলি মিরাজুল ইসলামের একমাত্র গোলে। মিরাজুলকে দ্বিতীয় ম্যাচে মাঠেই নামাননি কোচ। ভারতের বিপক্ষে এগিয়ে থাকার কারণে তাকে নামানোর প্রয়োজন মনে করেননি পল স্মলি।
মিরাজ আজ (শুক্রবার) মালদ্বীপের বিপক্ষে শুরুর একাদশেই জায়গা করে নিয়েছেন। এই ম্যাচে কোচ একাদশে দুটি পরিবর্তন এনেছেন। নাহিয়ান ও আক্কাস আলীকে রিজার্ভ বেঞ্চে রেখে কোচ একাদশে রেখেছেন মিরাজুল ইসলাম ও মুর্শেদ আলীকে।
Advertisement
বাংলাদেশ একাদশমো.আসিফ, তানভীর হোসেন, শাহীন মিয়া, আজিজুল হক, ইমরান খান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম, মিরাজুল ইসলাম ও মুর্শেদ আলী।
আরআই/এমএমআর/এএসএম