জাতীয়

সেই বৃক্ষ মানবের পরীক্ষা-নিরীক্ষা সোমবার শুরু

তীব্র অপুষ্টিতে ভুগছেন বিরল প্রজাতির ‘ইপিডারমোডি ইসপ্লাসিয়া ভেরোসিফারমিস’ ভাইরাসে আক্রান্ত বিক্ষ মানবখ্যাত খুলনার আবুল বাজনদার। শনিবার তাকে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হলেও মূল পরীক্ষা-নিরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে।

Advertisement

জানা গেছে, আবুলের বয়স ২৫ বছর। আবুল বিবাহিত ও এক সন্তানের জনক হলেও তার শারীরিক গঠন দেখে বয়স অনেক কম মনে হয়। গত দশ বছর যাবৎ দুরারোগ্য এই ব্যাধিতে ভুগলেও দারিদ্রতার কষাঘাতে তার ভাগ্যে জুটেনি পুষ্টিকর খাবার। এক বেলা আধবেলা খেয়ে দিন, মাস ও বছর কেটেছে তার। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ডা.সামন্তলাল সেন জানান, আবুল তীব্র অপুষ্টিতে ভুগছে। সুচিকিৎসার অংশ হিসেবে তাকে উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ ডিম, দুধ, মাছ, মাংস, ফল মূল খাইয়ে শারীরিকভাবে ফিট করতে হবে। ইতোমধ্যেই হাসপাতাল থেকে তার জন্য উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার সরবরাহ করা হচ্ছে। তিনি জানান,  আবুল বাজনদারের সুচিকিৎসার্থে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা. সামন্ত লাল সেনকে প্রধান করে গঠিত বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে অপর বার্ন অ্যান্ড প্লাস্টিক র্সাজন অধ্যাপক ডা. মো.আবুল কালাম, অধ্যাপক ডা. এম সাজ্জাদ খন্দকার, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খান মো.আবুল কালাম আজাদ,অধ্যাপক ডা. রুনি ও একজন স্কিন বিশেষজ্ঞ রয়েছেন। ডা.সামন্ত লাল সেন জানান, শনিবার হাসপাতালে ভর্তি হলেও মূলত আগামীকাল (সোমবার) থেকে মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শে আবুলের পরীক্ষা-নিরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা শুরু হবে। এ ধরনের রোগাক্রান্তদের ক্যান্সারসহ অন্যান্য বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় তার বায়োপসিসহ একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানান তিনি। মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানান, তার দুই হাতের তালুসহ দশটি আঙ্গুল অদ্ভুত ধরণের গাছের শিকড়ের মতো বড় বড় মাংসপিণ্ডের শ্বাসমূল দেখলে গাছ মানব বলেই মনে হয়। গোটা বিশ্বে এ রোগ বিরল। আবুলসহ এ পর্যন্ত মাত্র তিনজন এ রোগে আক্রান্ত হয়েছে। এদের একজন ইন্দোনেশিয়ার ও অপরজন রুমানিয়ার। এমইউ/এসকেডি