গেটম্যানের অবহেলার কারণেই মিরসরাইয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। দুর্ঘটনার সময় গেটম্যান সাদ্দামকে কেউ ঘটনাস্থলে দেখেননি। তার অবহেলার কারণে অকালে ঝরেছে ১১টি তাজা প্রাণ।
Advertisement
দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শী আব্দুল ওয়াজেদ মামুন বলেন, ‘ঘটনার সময় গেটম্যান সাদ্দাম ছিলেন না। তার অবহেলার কারণে একসঙ্গে ১১ জন মারা গেছেন।’ গেটম্যান ছিলেন বলে জনিয়েছেন ওই ট্রেনের যাত্রী কলিম উদ্দিন। তিনি বলেন, ‘আমি ট্রেনে ছিলাম। দুর্ঘটনাস্থলে কোনো গেটম্যান ছিলেন না। মাইক্রোবাস টেনে-হিঁচড়ে এক কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার পর ট্রেন থামিয়ে চালক পালিয়ে যান।’
রায়হান একই এলাকার বাসিন্দা। তিনি বলেন, ‘শুনেছি গেটম্যান সাদ্দাম নামাজে ছিলেন। তিনি ঘটনাস্থলে ছিলেন না। তার অবহেলার কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।’
তবে মিরসরাইয়ের বড়তাকিয়া স্টেশন মাস্টার শামছুদ্দোহা বলেন, ‘যেখানে দুর্ঘটনা ঘটেছে ওখানকার গেটম্যানের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই। এটি আমাদের আওতায় নেই।’
Advertisement
এ বিষয়ে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আব্দুল্লাহ জানান, ঘটনাস্থলে ১১জন নিহত হয়েছেন। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব খৈয়াছড়া গ্রামের ঝরনা এলাকার রেলক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
আরএইচ/এএসএম
Advertisement