দেশজুড়ে

বান্দরবানে পাকিস্তানি জঙ্গি নেতার শ্যালক আটক

বান্দরবানে জঙ্গি নেতা ছালামত উল্লাহর শ্যালক হাফিজ জুনায়েদকে (৩৪) আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে বিজিবি।বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা চাকঢালা সীমান্ত পথে মিয়ানমার পালিয়ে যাবার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে হাফিজ জুনায়েদকে আটক করেছে। আটক ব্যক্তি চট্টগ্রামের হোটেল লর্ডস ইন থেকে পাকিস্তানি নাগরিকসহ আটক জঙ্গিনেতা ছালামত উল্লাহর শ্যালক। পুলিশ জঙ্গিনেতা ছালামত উল্লাহর প্রতিষ্ঠানসহ আত্মীয়স্বজনদের বাড়িতে তল্লাশির খবরে আতঙ্কে পাশ্ববর্তী দেশ মিয়ানমারের পালাতে চেয়েছিল ছালামতের শ্যালক। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোহিদ কবির জানান, মিয়ানমারে পালিয়ে যাবার সময় জঙ্গিনেতা ছালামতের শ্যালককে আটক করে বিজিবি পুলিশের কাছে সোপর্দ করেছে। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।প্রসঙ্গত: গত ২৪ নভেম্বর চট্টগ্রামের হোটেল লর্ডস ইন থেকে পাকিস্তানি নাগরিকসহ পাঁচজনকে আটক করা হয়। আটকরা হলেন, পাকিস্তানের করাচির বাসিন্দা মোহাম্মদ আলম (৪৫), মোহাম্মদ আমিন (৫০), আব্দুল মজিদ (৩০), ছালামত উল্লাহ (৪৫) এবং শফিউল্লাহ (৪০)। আটকদের মধ্যে জামায়াত নেতা ছালামত উল্লাহ এবং আওয়ামী লীগ নেতা শফিউল্লাহ মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) পৃষ্টপোষকতাসহ সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

Advertisement