সাহিত্য

আনিস ফারদীনের সাতটি অণুকাব্য

০১.কান্না পাচ্ছে ভীষণ?আচ্ছা কেঁদে নাও,দুঃখ তোমার আছে যতআকাশে উড়াও।

Advertisement

০২.ইচ্ছেগুলো যেন যাচ্ছে উড়েচলছে ছুটে রূপসাগরে,আকাশ-পাতাল এক করেপৌঁছবে তারা বন্দরে।

০৩.দুঃখ ভুলে সুখ ধরতে চাইসুখ হয়ে যায় অধরা,বিশ্বলোকে মুখোশ বেশিএটাই এখন পরম্পরা।

০৪.শূন্যতাটা বাধছে বুকেহচ্ছে কেমন নেশা;দিয়াশলাই বুকপকেটেহারিয়েছি দিশা।

Advertisement

০৫.ফুলকে ফুল বলেওভুলকে বলি ভুল,নিরেট সত্য মিথ্যা হয়দিতে হয় মাশুল!

০৬. তুই চেয়েছিস গান হয়েছেমন হয়েছে ফানুস,তুই নেই নেই তো কিছুহারিয়েছি হুঁশ!

০৭.আমার ভাবনাটা এলোমেলোতোর ভাবনাটা বল;মনের সাথে মন মিলিয়েদূরে কোথাও চল!

এসইউ/এমএস

Advertisement