দেশজুড়ে

কুমিল্লায় ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

নানা আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ষষ্ঠ কুমিল্লা সাংস্কৃতিক উৎসব সম্পন্ন হয়েছে। সেমিনার, কর্মশালা, আলোচনা, আদিবাসী পর্ব, সঙ্গীত, নৃত্য, কবিতা পাঠ, আবৃত্তি, চলচ্চিত্র প্রদর্শন, নাটক মঞ্চায়নের মাধ্যমে গত শুক্রবার থেকে শুরু হওয়া এ উৎসব রোববার সম্পন্ন হয়। সংস্কৃতি উৎসবের সমাপনী দিনে রোববার সন্ধ্যায় নগরীর টাউনহলের বীরচন্দ্র নগর মিলনায়তনে ‘ত্রিপুরাকে নিবেদিত সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। কুমিল্লা সংস্কৃতি উৎসবের প্রধান উপদেষ্টা অ্যাড. হাবিব উল্লা চৌধুরীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প, বাণিজ্য ও শিক্ষামন্ত্রী শ্রী তপন চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম মামুনুর রশীদ, কুমিল্লা বারের সিনিয়র আইনজীবী অ্যাড. গোলাম ফারুক, সংস্কৃতি কর্মী পাপড়ী বসু, শহীদুল হক স্বপন প্রমুখ। এতে ত্রিপুরা থেকে আগত প্রতিনিধি দলের বিশেষ আলোচনা, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য পরিবেশন করা হয়। এর আগে বিকেল ৪টায় ‘সবুজ কুমিল্লা’ শীর্ষক শহর-উৎসব ভেন্যু পরিচ্ছন্নতার বিশেষ কর্মসূচি এবং পরে ব্যান্ড সঙ্গীত ‘লীলা’ পরিবেশন করা হয়। এসব অনুষ্ঠান হাজারো দর্শক-শ্রোতা উপভোগ করেন।  মো. কামাল উদ্দিন/এমজেড/আরআইপি

Advertisement