খেলাধুলা

পিএসএলেও বল করতে পারবেন না হাফিজ

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আইসিসি থেকে বোলিংয়ের ওপরে এক বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। নিষেধাজ্ঞা কেটে না যাওয়া পর্যন্ত নতুন করে পরীক্ষার জন্যও আপিল করতে পারবেন না তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে তিনি বোলিং করতে পারবে কি না তা পুরোপুরি নির্ভর করবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর। কিন্তু হাফিজের জন্য মরার উপর খাঁড়ার ঘা হয়েছে নিজেদেরই ক্রিকেট বোর্ডই। কারণ বিষয়টা পুরোপুরি নিজেদের হাতে থাকলেও, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) হাফিজের বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।আইসিসির নিয়ম অনুযায়ী নিজেদের ক্রিকেট বোর্ড চাইলে ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারেন নিষিদ্ধ বোলাররা। তাই পিসিবি চাইলেই বোলিং করতে পারতেন মোহাম্মদ হাফিজও; কিন্তু টুর্নামেন্টের জৌলুষের কথা বিবেচনা করে হাফিজকে নিষিদ্ধই রেখেছে পিসিবি।পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘সর্বোচ্চ মান বজায় রেখেই আইসিসির বোলিংয়ের আইন করা হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি পিএসএলেও এই নিয়মটি বজায় রাখবো।’তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের খসড়া করার সময় বোলিংয়ে আইসিসির নিষেধাজ্ঞার কারনে আমরা আগেই হাফিজকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসাবে রেখেছিলাম। আমরা সিদ্ধান্তে বদ্ধপরিকর। যে দল তাকে নিয়েছে তারা তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসাবেই নিয়েছে। নিয়মগুলো আগে থেকে সকলের কাছে পরিষ্কার।’আরটি/আইএইচএস/পিআর

Advertisement