খেলাধুলা

বাবর কি পারবেন পাকিস্তানকে বাঁচাতে?

গলে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান এবং শ্রীলঙ্কার জয়ের মধ্যে বাধা কেবল বাবর আজম। লঙ্কানরা এরই মধ্যে ৫ উইকেট তুলে নিয়েছে। কিন্তু পাকিস্তানের আসল ব্যাটিং স্তম্ভই রয়ে গেছেন উইকেটে।

Advertisement

১৩৩ বল খেলে ৭৬ রানে অপরাজিত বাবর আজম। স্বীকৃত ব্যাটারদের মধ্যে কেবল আছেন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। এরপরই পাকিস্তানের লেজ বেরিয়ে যাবে। বাবরের জন্য ম্যাচ বাঁচানো তাই কঠিনই হবে। আরও তো বাকি দুটো সেশন।

পাকিস্তানের এই ম্যাচ জেতার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। কেননা শ্রীলঙ্কা তাদের সামনে ছুড়ে দিয়েছে ৫০৮ রানের লক্ষ্য। টেস্ট ইতিহাসে রান তাড়ার বিশ্বরেকর্ডটি ৪১৮ রানের।

তাছাড়া এখন দুই সেশনে পাকিস্তানের দরকার ৩২০ রান। সেক্ষেত্রে একমাত্র পথ খোলা, ড্রয়ের চেষ্টা করা। সেটা করতে হলেও বাবরকে লোয়ার অর্ডারদের নিয়ে অসাধ্য সাধন করতে হবে।

Advertisement

১ উইকেটে ৮৯ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে (৪৯) দিনের শুরুতেই সাজঘরে ফেরেন ইমাম উল হক। এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৭৯ রানের একটি জুটি গড়েছিলেন বাবর।

৩৭ করা রিজওয়ানকে প্রভাত জয়সুরিয়া বোল্ড করলে দ্রুতই আরও দুটি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ফাওয়াদ আলম রানআউট হন ১ রানে, আঘা সালমানকে লাঞ্চের ঠিক আগের বলে ফেরান জয়সুরিয়া।

এমএমআর/জিকেএস

Advertisement