দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি উল্টে ৩০ কিমি থেমে থেমে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

Advertisement

বুধবার (২৭ জুলাই) দিনগত রাত ২টার দিকে চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় লরি উল্টে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে এ যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত এমন পরিস্থিতি রয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার জাগো নিউজকে বলেন, রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। খবর পেয়ে সকাল ৭টার দিকে গাড়িটি উদ্ধার করা হয়। ততক্ষণে সড়কে যানজট লেগে যায়।

সকাল থেকে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে যানজট শেষ হয়ে যাবে বলেও আশা ব্যক্ত করেন পুলিশের এ কর্মকর্তা।

Advertisement

জাহিদ পাটোয়ারী/এসজে/জিকেএস