দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক নেতাদের প্রতিজ্ঞা থাকতে হবে। জনপ্রতিনিধিরা মুখে দুর্নীতি না করার প্রতিজ্ঞা করে, পরে সেই প্রতিজ্ঞা আর থাকে না। দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে। তাদের সন্তানরা যাতে, দুর্নীতিতে জড়িয়ে পড়তে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে।রোববার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।দুদক চেয়ারম্যান বলেন, রাজউকের কর্মকর্তারা দুর্নীতিতে নিমজ্জিত, প্লট পেতে পিয়ন থেকে ঊর্ধ্বতন কর্মকতাদের বড় অঙ্কের টাকা দিতে হয়। দুদক সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে সহকারী কমিশনার (ভূমি), জেলা রেজিস্ট্রার অফিস, সদর হাসপাতাল, বিদ্যুৎ অফিসসহ জেলা ও উপজেলা সমূহে দুর্নীতি রোধে গণশুনানির আয়োজন করা হবে। ইতিমধ্যে ঢাকায় রাজউক শুনানি করে ভালো ফলাফল পাওয়া গেছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইউসুফ আলী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান ও জেলা সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়া প্রমুখ।কাজল কায়েস/এআরএ/পিআর
Advertisement