ময়মনসিংহের ভালুকায় লাবনী আক্তার (২৫) নামে এক গৃহবধূ চার সন্তান প্রসব করেছেন। তিনি উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মিজান মিয়ার স্ত্রী। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি কন্যাসন্তান।
Advertisement
বুধবার (২৭ জুলাই) গৃহবধূ লাবনীর স্বামী মিজান মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত সোমবার (২৫ জুলাই) চিকিৎসার জন্য আমার স্ত্রীকে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাই। সে সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরেও ওই রাতে প্রসব ব্যথা অনুভব করে। পরে রাত ৯টার দিকে লাবনী ওই হাসপাতালে স্বাভাবিকভাবে চার সন্তানের জন্ম দেয়।
মিজান মিয়া বলেন, নবজাতকরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ওইদিন রাত দুইটার দিকে ধানমন্ডির লংলাইফ হাসপাতালে নিয়ে তাদের এনআইসিইউতে রাখা হয়েছে। তবে, বাচ্চাদের অবস্থা ভালো নেই। তাছাড়া হাসপাতালের খরচও অনেক বেশি, যা আমার পক্ষে চালানো সম্ভব নয়। তাই, আজ রাতেই শিশুদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার চেষ্টা করছি।
Advertisement
নবজাতকদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
মঞ্জুরুল ইসলাম/এমআরআর/এমএস