আইন-আদালত

তারেক রহমানের শাশুড়ির রিটের আদেশ মঙ্গলবার

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর সম্পদের হিসাব গোপন রাখার অপরাধে দুদকের দায়ের করা মামলা বাতিল চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। মামলাটির আদেশের জন্য আগামী মঙ্গলবার (২ ফেব্রুয়ারি ) দিন ধার্য করেছেন হাইকোর্ট।রোববার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলী। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মনিরুজ্জামান কবির।এর আগে ইকবাল মান্দবানুর পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এই রিট আবেদন করেন। রিট আবেদনে সম্পদের হিসাব বিবরণী চেয়ে দেয়া নোটিশ বাতিল করে পুনরায় নোটিশ দেয়া, এ বিষয়ে করা মামলা স্থগিত ও বাতিল চেয়েছেন ইকবাল মান্দ বানু।জানা গেছে, সম্পদের হিসাব জমা দেয়ার জন্য ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে নোটিশ দিয়েছিল দুদক। এরপর হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশ পান ইকবাল মান্দ বানু।এই আদেশের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়ে যায়। এরপর ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলা করেন। সম্পদ বিবরণী জমা দেয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে কমিশনে হিসাব না দেয়ায় এ মামলা করা হয়।মামলার তদন্ত শেষে ১৪ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় দুদক। অনুমোদনের পর ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের উপ-পরিচালক আবদুস সাত্তার সরকার ঢাকার মুখ্য মহানগর হাকিম মহানগর হাকিম শামসুল আরেফিন এর আদালতে এ অভিযোগপত্র জমা দেন।এফএইচ/এসকেডি

Advertisement