ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রিমিয়াম স্টল ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রাণ ডেইরি লিমিটেড। রোববার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হয়। প্রিমিয়াম স্টল ক্যাটাগরিতে এ পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের মেডিকেল সেলস ম্যানেজার মো. মাহবুব ইসলাম। এই ক্যাটাগরিতে মোট ৬৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে হেলাল অ্যান্ড ব্রাদার্স, দ্বিতীয় পুরস্কার সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং তৃতীয় পুরস্কার পেয়েছে প্রাণ ডেইরি লিমিটেড। সমাপনী অনুষ্ঠানে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরূহা সুলতানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমেদ প্রমুখ। এর আগে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২১তম এ আসরের সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় তিনি বলেন, এবার বাণিজ্য মেলায় মোট ৩০ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার বা ২৩৫ কোটি ১৭ লাখ টাকা রফতানি আদেশ পাওয়া গেছে। তিনি আরও জানান, এ বছর রফতানি আদেশ বৃদ্ধি পেয়েছে ১৮ দশমিক ০৪ মিলিয়ন মার্কিন ডলার। যা গত বছর ছিল ১২ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার।রফতানি আদেশ পাওয়া পণ্যের মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সস, বহুমুখী, পাট পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, বাসন-কোষণ, হ্যান্ডলুম ও হস্তশিল্পজাত পণ্য, হোম টেক্সটাইল ইত্যাদি।এসআই/একে/পিআর
Advertisement