রাজনীতি

তেল গ্যাস বিদ্যুতের দাম কমানোর দাবিতে মানববন্ধন

তেল গ্যাস বিদ্যুতের দাম কমানো এবং শ্রমিকদের ন্যূনতম মজুরী ১০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করে।  মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যসহ জাতীয় জনজীবনের জরুরী সমস্যা নিয়ে আন্দোলন করতে হবে।এসময় রাবার শ্রমিক সংঘের সভাপতি মহাত্ম কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তারা বলেন, চানপুর চা শ্রমিকদের জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। মানববন্ধনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এএস/এএইচ/আরআইপি

Advertisement