দেশজুড়ে

আড়াই বছর ধরে সোনামসজিদ দিয়ে যাত্রী নিচ্ছে না ভারত

করোনায় বন্ধ থাকার পর সড়ক পথে ট্যুরিস্ট ভিসা চালু হলেও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় আড়াইবছর ধরে ভারত যেতে পারছেন না পাসপোর্টধারী যাত্রীরা। এতে ভোগান্তিতে পড়েছেন অনেকে।

Advertisement

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল।

তিনি বলেন, ২০২০ সালের ১৫ মার্চ সারাদেশে করোনাভাইরাস বেড়ে যাওয়ার পর সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ করা হয়। এখনো বন্ধ রয়েছে। তবে বিশেষ সুপারিশ নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছেন যাত্রীরা। কিন্তু ভারতের অভ্যন্তরে সমস্যার কারণে এ রুট ব্যবহার করে ভারতে যেতে পারছেন না কেউ। এতে ভোগান্তিতে পড়ছে অনেকে।’

সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে যাত্রী যেতে কোনো বাধা না দিলেও ভারতীয় ইমিগ্রেশন নিতে চায় না বলেও জানান এসআই।

Advertisement

সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জাগো নিউজকে বলেন, করোনার সময় থেকেই সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে মাঝে মধ্যে ভারত থেকে বাংলাদেশে কিছু যাত্রী আসতে দেখা যায়। আমার জানামতে কিছুদিনের মধ্যেই এ ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়া হবে। তখন সব পাসপোর্টধারী যাতায়াত করতে পারবে।’

২০২০ সালের ১৫ মার্চ সারাদেশে করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ করা হয়। সে হিসেবে প্রায় দুইবছর ৪ মাস ১৩ দিন থেকে বন্ধ রয়েছে এ ইমিগ্রেশন চেকপোস্ট।

সোহান মাহমুদ/এসজে/এমএস

Advertisement