যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রগামী একটি যাত্রীবাহী প্লেন জরুরি অবতরণ করেছে। এক যাত্রীর অস্বাভাবিক আচরণের কারণে স্থানীয় সময় মঙ্গলবার লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেসগামী ওই ফ্লাইটটি জরুরি অবতরণ করে। ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়।
Advertisement
ভার্জিন আটলান্টিকের ফ্লাইট ১৪১ লন্ডনের হিটথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে ওই প্লেনটির অবতরণ করার কথা ছিল। কিন্তু প্লেনের এক যাত্রী ক্রমাগত অস্বাভাবিক আচরণ করতে থাকায় প্লেনটি গন্তব্যে পৌঁছানোর আগেই জরুরি অবতরণ করে।
এদিকে ভার্জিন আটলান্টিকের এক মুখপাত্র জানান, প্লেনটি সল্ট লেক সিটিতে জরুরি অবতরণ করেছে। যে যাত্রীর কারণে প্লেনটি জরুরি অবতরণ করেছে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
তবে ওই প্লেনের ভেতরে আসলে কী ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। প্লেনটি পরবর্তীতে আবারও যাত্রা করে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে অবতরণ করেছে। যাত্রাপথে জরুরি অবতরণের কারণে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে প্লেনটির চার ঘণ্টা বেশি সময় ব্যয় হয়েছে।
Advertisement
এই ঘটনায় এয়ারলাইন্সের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়। এক বিবৃতিতে বলা হয়, আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা এবং তাদের সুরক্ষার বিষয়টিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। এর সঙ্গে কোনো ধরনের আপোস করা হয় না। আমরা সবসময় চাই যে, আমাদের গ্রাহকরা আমাদের সঙ্গে সবচেয়ে ভালো অভিজ্ঞতা লাভ করুক।
টিটিএন/জিকেএস