রাজনীতি

খুলনায় বিএনপির মনোনয়ন চেয়েছেন ২ শতাধিক নেতা

খুলনা জেলার ৬৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে দুই শতাধিক আগ্রহী প্রার্থী মনোনয়ন দাবি করেছেন। ইতোমধ্যে ৬৬টি ইউনিয়নের সাক্ষাৎকারও সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহে বাকি থাকা দুটি ইউনিয়নের মনোয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করার পর প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে দলটি। এদিকে, মনোনয়ন দাবি করেই থেমে থাকেননি প্রার্থীরা। নিজ নিজ এলাকায় গণ সংযোগ ও দোয়া প্রার্থনা করছেন তারা। তবে মনোনয়ন না পেলে অনেকে স্বতন্ত্র অথবা অন্য দলের প্রার্থীও হতে পারেন বলে সূত্র জানিয়েছে।জেলা বিএনপি সূত্র জানায়, অন্যান্য জেলার ইউনিয়নগুলোর মতো খুলনা জেলার ৬৮টি ইউনিয়নে অনেক আগে থেকেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া বইছে। বিশেষ করে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ কারণে উৎসবের আমেজটাও বেশি। খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম শফিকুল আলম মনা জাগো নিউজকে বলেন, খুলনা মহানগরীর আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়নসহ জেলায় মোট ৬৮টি ইউনিয়ন। গত ২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র জমা নেয়া হয়। নির্ধারিত তারিখের মধ্য ২০৩টি মনোনয়নপত্র জমা পড়ে। এর পরপরই তাদের সাক্ষাৎকারও গ্রহণ করা হয়েছে। বাকি রয়েছে আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়নের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ। আগামী বুধবার এই দুই ইউনিয়নের সাক্ষাৎকার নেয়া হবে।তিনি আরও বলেন, সাক্ষাৎকার শেষ হলে উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে মত বিনিময় করা হবে। এরপর সার্চ কমিটি এলাকাবাসীর সঙ্গে তথা তৃণমূলের মতামত গ্রহণ শেষে তালিকা কেন্দ্রে প্রেরণ করা হবে। সেখান থেকে অনুমোদন হয়ে আসলে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।আলমগীর হান্নান/এমজেড   

Advertisement