দেশজুড়ে

নির্বাচনে কারসাজি: লক্ষ্মীপুরে সহকারী প্রিসাইডিংসহ আটক ২

লক্ষ্মীপুরে দিঘলি ইউনিয়নের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার মাহমুদ আহম্মদ ও নৌকার এজেন্ট মাজহারুল ইসলামকে আটক করা হয়েছে।

Advertisement

বুধবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মাহমুদ দিঘলি ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং অফিসার এবং মাজহারুল আওয়ামী লীগ প্রার্থীর (নৌকা) এজেন্ট।

রাজাপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জামিরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলী উচ্চ বিদ্যালয় ও পূর্ব জামিরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, পথে পথে ভোটারদেরকে বাধা দিচ্ছে বহিরাগতরা। নৌকায় ভোট দেবে কি না, তা নিশ্চিত হয়ে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটার উপস্থিত তেমন ছিল না। এছাড়া রাজাপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ঘোড়া প্রতীকের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

Advertisement

আরাফাতের নেছা, শিল্পি আক্তার, মাহমুদা খাতুনসহ কয়েকজন ভোটার জানান, কেন্দ্রে যাওয়ার সময় নৌকায় ভোট দিতে চাপ সৃষ্টি করছে। কোথায় ভোট দেবো তা বলেননি বলে কেন্দ্রে যেতে দিচ্ছে না। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে সরে গেলে তারা তারা ভোট দিতে পেরেছেন।

ঘোড়া প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন খান বলেন, আওয়ামী লীগের প্রার্থীর ভাই জসিম ও তার লোকজন আমাকে বেদম মারধর করেছে। আমার মোবাইল ফোন কেড়ে নিয়েছে। পথে পথে ভোটারদের বাধা দিচ্ছে।

নৌকার প্রার্থী সালাউদ্দিন চৌধুরী জাবেদ বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কেন্দ্রে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। ঘোড়ার প্রার্থী পরিবেশ নষ্ট করতে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, অনিয়ম করায় সহকারী প্রিসাইডিং অফিসার মাহমুদকে আটক করা হয়েছে। একই কেন্দ্রে জোর করে অন্যের ভোট দিয়ে দেওয়ায় নৌকা প্রার্থীর এক এজেন্টকেও আটক করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আমরা সতর্ক রয়েছি।

Advertisement

কাজল কায়েস/এএইচ/এএসএম